This website uses cookies to ensure you get the best experience on our website. Learn more

TRAVEL KARAMJAL AT SUNDARBANS IN BANGLADESH | পশুরপাড়ের সুন্দরবন

x

করমজল পর্যটন কেন্দ্র - সুন্দরবন । Karamjal । Mongla । How to Go । Sundarban Ep.3 । Khulna Bagerhat

করমজল পর্যটন কেন্দ্র - সুন্দরবন । Karamjal । Mongla । How to Go । Sundarban Ep.3 । Khulna । Bagerhat


করমজল পর্যটন কেন্দ্র

মংলা সমুদ্র বন্দর থেকে সামান্য দূরে পশুর নদীর তীরে ৩০ হেক্টর জমির ওপর বন বিভাগের আকর্ষণীয় এক পর্যটনস্থল করমজল যা সুন্দরবনে অবস্থিত। করমজলকে বন বিভাগ সুন্দরবনের মডেল হিসেবে গড়ে তুলেছে।

প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন। একদিনে সুন্দরবন ভ্রমণ এবং সুন্দরবন সম্পর্কে প্রাথমিক ধারণা নেয়ার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান করমজল।

এখানকার প্রধান প্রধান আকর্ষণ হচ্ছে হরিণ, কুমির, বানর, কাঠের ট্রেইল, টাওয়ার, নৌকা চালনা, জেলেদের মাছ ধরার দৃশ্য। দেশে প্রাকৃতিকভাবে কুমির প্রজননের একমাত্র কেন্দ্র এখানে অবস্থিত।

নদী পথে খুলনা থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং মংলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে এ পর্যটন কেন্দ্রটির অবস্থান। একটি ইকো ট্যুরিজম কেন্দ্র ছাড়াও এখানে আছে হরিণ ও কুমির প্রজনন ও লালন পালন কেন্দ্র।

মংলা থেকে ইঞ্জিন নৌকায় চড়লে করমজলের জেটিতে পৌঁছা যাবে এক থেকে দেড় ঘণ্টায়। পর্যটন কেন্দ্রটির শুরুতেই বিশাল আকৃতির মানচিত্র সুন্দরবন সম্পর্কে সম্যক ধারণা দেবে।

মানচিত্র পেছনে ফেলে বনের মধ্যে দক্ষিণে চলে গেছে আঁকাবাঁকা কাঠের তৈরি হাঁটা পথ। পথের নাম মাঙ্কি ট্রেইল। এই নামের স্বার্থকতা খুঁজে পাওয়া যায় ট্রেইলে পা ফেলার সঙ্গে সঙ্গেই। পুরো ট্রেইল জুড়েই দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেসাস বানরের।

করমজলে আরো চোখে পড়বে চিড়িয়াখানার মতো খাচায় ঘেরা খোলা জায়গা। ভেতরে চিত্রা হরিণ। খাঁচার ভেতরে পশ্চিম কোণে ছোট আরেকটি খাঁচা। ভেতরে রয়েছে কয়েকটি রেসাস বানর।

টিকেট মূল্য-

করমজলে দেশি পর্যটকের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা, বিদেশী পর্যটক ৩শ’ টাকা। দেশি ছাত্র ২০ টাকা। দেশি গবেষক ৪০ টাকা। বিদেশী গবেষক জনপ্রতি ৫শ’ টাকা। অপ্রাপ্ত বয়স্ক (বারো বছরের নিচে) দশ টাকা। দেশি পর্যটকের ভিডিও ক্যামেরা ব্যবহারে ক্যামেরা প্রতি ২শ’ টাকা। বিদেশি পর্যটক ৩শ’ টাকা। উপরের সব মূল্যের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।

কীভাবে যাবেন-

রাজধানী ঢাকার গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে খুলনা, বাগেরহাটগামী বাস কিংবা কমলাপুর ট্রেনে করে খুলনা আসতে হবে প্রথমে। ঢাকা থেকে সরাসরি বাসে করে বাগেরহাটে পৌছাতে পারবেন। ঢাকা থেকে বাগেরহাটে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছে – মেঘনা পরিবহন ( ০১৭১৭১৭৩৮৮৫৫৩ ), পর্যটক পরিবহন ( ০১৭১১১৩১০৭৮ ) যা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়।

এছাড়া ঢাকার গাবতলি বাস টার্মিনাল থেকে ছাড়ে – সাকুরা পরিবহন ( ০১৭১১০১০৪৫০ ), সোহাগ পরিবহন ( ০১৭১৮৬৭৯৩০২ ) ।

খুলনা থেকে রুপসা বা বাগেরহাটের মংলা বন্দর থেকে লঞ্চ পাবেন। এছাড়া বাগেরহাটের মংলা, মোরেলগঞ্জ, শরণখোলা থেকে সুন্দরবনে যাওয়ার নৌযান পাওয়া যায়।

মংলা থেকে ইঞ্জিন নৌকায় চড়ে যেতে হবে করমজল। দশ জনের উপযোগী একটি ইঞ্জিন নৌকার যাওয়া আসার ভাড়া ১ হাজার থেকে ১ হাজার ২শ’ টাকা। এসব ইঞ্জিন নৌকাগুলো সাধারণত মংলা ফেরি ঘাট থেকে ছাড়ে।

করমজল যেতে হয় পশুর নদী পাড়ি দিয়ে। এই নদী সবসময়ই কম-বেশি উত্তাল থাকে। তাই ভালো মানের ইঞ্জিন নৌকা নিয়ে যাওয়া উচিৎ। আগেই নিশ্চিত হয়ে নিন নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফ বয়া আছে কী না।

কোথায় থাকবেন-

ট্যুরিস্ট ভেসেল বা নৌযান ছাড়াও সুন্দরবনের অভয়ারণ্য হিরণপয়েন্টের নীলকমল এবং টাইগার পয়েন্টের কচিখালী ও কটকায় বন বিভাগের রেস্টহাউজে থাকার ব্যবস্থা রয়েছে।

নীলকমলে ফি দেশি পর্যটকদের জন্য প্রতি কক্ষ তিন হাজার টাকা,চার কক্ষ ১২ হাজার টাকা। কচিখালী প্রতি কক্ষ তিন হাজার টাকা, চার কক্ষ ১০ হাজার টাকা। কটকা প্রতি কক্ষ দুই হাজার টাকা, দুই কক্ষ চার হাজার টাকা।

বিদেশিদের ক্ষেত্রে নীলকমলে পাঁচ হাজার ও ২০ হাজার টাকা, কচিখালীতে পাঁচ হাজার ও ১৫ হাজার টাকা এবং কাটকায় পাঁচ হাজার ও ১০ হাজার টাকা।

এছাড়া সারাদিন করমজলে বেড়িয়ে রাতে এসে থাকতে পারেন বন্দর শহর মংলায়। এখানে আছে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল পশুর (০৪৬৬২-৭৫১০০)। নন এসি ডবল রুমের ভাড়া ১ হাজার ২শ’ টাকা এবং এসি ডবল রুম ২ হাজার টাকা। ইকনোমি বেড ৬শ’ টাকা। এছাড়াও মংলা শহরে সাধারণ মানের কিছু হোটেল আছে। এসব হোটেলে ১শ’ থেকে ৬শ’ টাকায় কক্ষ পাওয়া যাবে।

কৃতজ্ঞতা - আদার ব্যাপারী


সুন্দরবনের দর্শনীয় স্থান সমূহ:
১। করমজল
২। কটকা অভয়ারন্য
৩। কটকা ওয়াচ টাওয়ার
৪। জামতলা সী-বিচ
৫। বাদামতলা
৬। তিন কোনা দ্বীপ
৭। কোকিল মনি
৮। কচিখালী
৯। আলোর কোল
১০। দুবলার চর
১১ । হাড়বাড়িয়া
১২। মান্দারবাড়িয়া
১৩। বুড়িগোয়ালিনি
১৪। কলাগাছিয়া
১৫। শরণখোলা


সুন্দরবন ভ্রমণের পূর্ণাঙ্গ গাইডলাইন সংক্রান্ত ভিডিওগুলো দেখতে ঘুরে আসুন-




Thank you for watching the video and please feel free to leave a comment, suggestion or critique in the comment section below!

Please make sure to Subscribe, it's the best way to keep my videos in your feed and give me a thumbs up too if you liked this content..You could also share the video too if you liked it, that would be awesome...


You can Follow me on-

Facebook:
Google Plus:
Instagram:
Dedicated WhatsApp Number : 01882379272

ANP Facebook Page:
x

সুন্দরবন ভ্রমণ অভিজ্ঞতা - 2022 || Dhaka To Sundarban - Ep.1 || শীতকালীন সেরা রিল্যাক্স ট্রিপ ❤️

দেশের সেরা রিল্যাক্স ট্রিপ এর নাম আসলেই সুন্দরবন এর নাম চলে আসে। 2022 সালে আমার প্রথম ট্রিপ ছিলো এই সুন্দরবনে। কেউ যদি এডভেঞ্চার এবং রিল্যাক্স ২ টার স্বাদ এক ট্রিপে নিতে চায় তার জন্য এটা একটা পারফেক্ট জায়গা। এই ভিডিও তে আমি সুন্দরবন সম্পর্কে আপনাদের যাবতীয় সকল তথ্য এবং রুটপ্ল্যান নিয়ে আলোচনা করেছি।

???? সুন্দরবনে ভ্রমণ করতে যোগাযোগ করুন -
???? Ever Youth Tourism :
???? 01937222641 (Shohrab vai)
???? 01915949024 (Rajib Vai)

???? Package Price: 7500 Taka to 17500 Taka (Depending on the vessel)
For Customised Tour plan please contact with Ever Youth Tourism:
????

???? Get connected with me on Instagram -
???? For any kind of inquiry you can contact me through facebook-

???? For Sponsorship,Collaboration contact at - arafintisarvlogs@gmail.com✅

Make Sure you subscribe to my channel & press the bell icon to get the notifications of my New videos ????
x

সুন্দরবন ভ্রমণ 4K | Travel Sundarban | World's Largest Mangrove Forest

সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভুমি যার আয়তন ১০০০০ বর্গ কিলোমিটার বা ৩৯০০ বর্গমাইল। এর প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে ও ৪২৬০ বর্গকিলোমিটার ভারতে। ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে একে ইউনেস্কো 'বিশ্ব ঐতিহ্যবাহী স্থান' হিসেবে স্বীকৃতি দেয়।
রয়েল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এই বনে নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল রয়েছে। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা প্রায় ২০০I ইদানীং বাঘের প্রজনন বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সুন্দরবনের বাংলাদেশ অংশের সবচেয়ে জনপ্রিয় সবকটি পর্যটন স্থানগুলি দেখানো হয়েছে এই ভিডিওটিতে।

ভিডিও বিভাজনঃ
* ১ মিনিটঃ সুচনা ও ভিডিও বিশ্লেষণ
* ২- ৬ মিনিটঃ ঢাকা - খুলনা/বাগেরহাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত যাত্রাপথের পূর্ণাঙ্গ বর্ণনা, সাথীদের সাথে পরিচয়, মাওয়া ঘাট ও পদ্মা সেতু দর্শন
* ৬- ৯ মিনিটঃ লঞ্চ যাত্রা সম্পর্কে বিবরন, লঞ্চ ঘুরে দেখানো, প্যাকেজ বর্ণনা, সুন্দরবন প্রবেশ পর্যন্ত যাত্রাপথ, মংলা বন্দর, খুলনা থেকে মংলা নতুন নির্মাণাধীন রেল সেতু ও রামপাল তাপবিদ্যুতকেন্দ্র দর্শন
*৯ঃ৩০ মিনিটঃ সুন্দরবন প্রবেশ ও হাড়বাড়িয়া ভ্রমণ, সুন্দরবনে প্রথম রাত্রিযাপন
* ১৩ঃ৪০ - ১৮ মিনিটঃ জামতলা সৈকত ও কটকা শরণখোলা রেঞ্জ ভ্রমণ
* ১৮ঃ৩০- ২১ মিনিটঃ কটকা - হিরণ পয়েন্ট যাত্রা ও মধ্যবর্তী স্থানে যাত্রাবিরতি করে জঙ্গল দর্শন
* ২১ - ২৪ঃ৪০ মিনিটঃ হিরণ পয়েন্ট ঘোরা, চরে আটকা পড়ার কাহিনী ও দুবলার চরে ভ্রমণ
*২৪ঃ৪০ - ২৬ঃ৩০ মিনিটঃ করমজল ভ্রমণ শেষে মংলা বন্দর হয়ে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ
* ২৬ঃ৩০ মিনিটঃ ষাটগম্বুজ মসজিদ দর্শন
* ২৭ঃ৩৪ মিনিটঃ সুন্দরবন সম্পর্কিত মুখোমুখি আনুষঙ্গিক পরামর্শ

আশা করি ভিডিওটি সবাই পুরোপুরি দেখবে, লাইক দিবেন ও সামাজিক গনমাধ্যমে বেশী বেশী শেয়ার করবেন।

আমার ওয়েবসাইটের ঠিকানা ও ফেসবুক পেজ লিঙ্ক নিচে দ্রষ্টব্যঃ

Direct Website:


Blog section:


Facebook:

(Mr. Mixer's World)

Content Creator: Haider Rashik

Thanks!

Facebook Page: Mr. Mixer's World




Track Credit:

*Song: Niya - A Finale (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link:

*Arabian Nightfall - Doug Maxwell / Media Right Productions

*Song: Niya - A Deliverance (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link:

*Song: Niwel - Takayama (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link:

*Song: Markvard - Obsessed (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link:

*Song: NOWË - Burning (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link:

*Song: Jonas Schmidt ft. henrikz - Fall Again (Instrumental) (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link:

*Song: Erik Lund - Tokyo Sunset (Vlog No Copyright Music)
Music promoted by Vlog No Copyright Music.
Video Link:

*Song: DayFox & LiQWYD - Coming Home (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link:

*Music tract: Arabic/Turkish Guitar Music (No Copyright Music)
Author: Bashar Salman

*Song: Suspense - copyright free music - royalty free Background music - Tension Music - free to use
Author: Power Music Factory
Video Link:

*Music Track: Doubts
Author: Artem Grebenshchikov (Argsound)
Music link:
x

ঐতিহ্যবাহী রাস মেলা ও সুন্দরবন ভ্রমণ | Sundarbans & Ras Mela Tour | Karamjal-Travel Guide

ঐতিহ্যবাহী রাস মেলা ও সুন্দরবন ভ্রমণ | Sundarbans & Ras Mela Tour | Karamjal-Travel Guide

Welcome to another vlog about Sundarbans & Ras Mela Tour.In this video you will know about Ras Mela in Dublar chor Sundarbans.

***Subscribe:

Ras Mela is the Traditional Festival of Sundarbans.Every year many peoples are visit In Ras Mela.You can also enjoy Dublar chor Sea Beach Besides of Sundarbans.

So If you like my vlog then please subscribe my channel and stay connect with me.

প্রতি বছর কারতিক-অগ্রাহায়ন মাসের দিকে ভরা পুনিমায় সুন্দরবনের দুবলার চরে আলোর কোল নামক স্থানে রাস মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।দেশের এবং দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক এই রাস মেলা উপভোগ করে থাকে।

সুন্দরবনের মোট ৮ টি পয়েন্ট দিয়ে আপনি রাস মেলায় যেতে পারবেন। তবে এজন্য আপনাকে আগে থেকেই বন বিভাগের অনুমতি নিতে হবে। ত্রলার,ইঞ্জিন চালিত নৌকা বা জাহাজে করে আপনি রাস মেলায় যেতে পারবেন।
শুধুমাত্র রাস মেলা উপলক্ষেই আপনি সুন্দরবনের গহীনে প্রবেশ করতে পারবেন, এক্ষেত্রে কোন প্রকার অনুমতি নিতে হবে না।
এবছর কেমন ছিল রাস মেলা বা কি কি হয় রাস মেলায় তা দেখতে সম্পূর্ণ ভিডিও টি দেখার অনুরধ রইলো।

ভিডিও টি ভালো লাগলে চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন।

Please don't do this:
1. Don't put your wastage in anywhere without basket.
2.Please take mineral water and dry food.
3.Keep Photo and ID Card with you for permission.

Thanks.
#Trave #Sundarbans #Tourvlog
x

THE SUNDARBANS, BANGLADESH. LARGEST MANGROVE FOREST IN THE WORLD , KARAMJOL (করমজল) TOUR.

Welcome to My Travel Channel
THE SUNDARBANS, BANGLADESH. LARGEST MANGROVE FOREST IN THE WORLD KARAMJOL TOUR....
Made the Trip with Sun way Ship in last January 2021.
Recorded with Go Pro & Samsung Galaxy S20 & Edited in Adobe premier pro..


Karamjol is one of the best eco tourism center in sundarban, The main attractions of this place are Chitra deer, crocodiles, monkeys, watch tower, The only center of crocodile breeding in the country is located here.
Another main attraction is the wooden trails also known monkey trails, the walking wooden path is so nice for one can easily enjoy the beauty of nature........
The Sundarbans. The largest mangrove forest in the world and the home of Bangladesh's royal bengal tiger. I take a day's trip to some different points of the forest, soaking in the nature of this peaceful, wild and unique part of the world.

Sundarban || Day Tour in Sundarban - Koromjol || করমজল - সুন্দরবন || এক দিনে সুন্দরবন ভ্রমণ

করমজল পর্যটন কেন্দ্র
করমজল (Karamjal) পর্যটন কেন্দ্রটি সুন্দরবনে পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ৩০ হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। যদি একদিনে সুন্দরবন ভ্রমণ স্বাদ নিতে চান তবে করমজল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস বানর সহ নানা প্রজাতির পশুপাখি। এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেইল, টাওয়ার এবং জেলেদের মাছ ধরার কর্মজজ্ঞ হচ্ছে অতিরিক্ত প্রাপ্তি। করমজলে বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র অবস্থিত।
মংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করমজল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে। পর্যটন কেন্দ্রের প্রথমেই রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা সুন্দরবন সম্পর্কে মানচিত্র প্রাথমিক ধারণা দেয়। সামনে আঁকাবাঁকা কাঠের তৈরি মাঙ্কি ট্রেইল নামের হাঁটা পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্রের সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যায়। এই পথে এগিয়ে পশুর নদীর দেখা পাওয়া যায় চাইলে সেখানে নির্মিত বেঞ্চে বসে বিশ্রাম নিতে পারেন। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে পথের মাথায় একটি শেইড রয়েছে। এই জায়গা থেকে পশ্চিম দিকে আরো একটি কাঠের নির্মিত ট্রেইল দেখতে পাবেন। এই পথ আপনাকে নিয়ে যাবে কুমির এবং হরিণ প্রজনন কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ারে। এই টাওয়ার থেকে আশেপাশের সৌন্দর্য্য দেখে আপনার মন নিশ্চিত প্রশান্তিতে ভরে যাবে।

---------------------------------------

Contract with me:
√facebook:
√Follow my
page:


---------------------------------------

1. Music from Uppbeat (free for Creators!):

License code: QVIFMYDGKBNCETHZ

#sundarban #koromjol #করমজল

একদিনে সুন্দরবন ভ্রমণ । করমজল পর্যটন কেন্দ্র । karamjol। Sundarbans। Mongla। Bagerhat

#ভ্রমণ_গাইড #করমজল #করমজল_পর্যটন-কেন্দ্র #মংলা #বাগেরহাট #kamrul_al_hasan

মংলা সমুদ্র বন্দর থেকে সামান্য দূরে পশুর নদীর তীরে ৩০ হেক্টর জমির ওপর বন বিভাগের আকর্ষণীয় এক পর্যটনস্থল করমজল যা সুন্দরবনে অবস্থিত। করমজলকে বন বিভাগ সুন্দরবনের মডেল হিসেবে গড়ে তুলেছে। প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন। একদিনে সুন্দরবন ভ্রমণ এবং সুন্দরবন (Sundarban) সম্পর্কে প্রাথমিক ধারণা নেয়ার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান করমজল (Karamjal)। এখানকার প্রধান প্রধান আকর্ষণ হচ্ছে হরিণ, কুমির, বানর, কাঠের ট্রেইল, টাওয়ার, নৌকা চালনা, জেলেদের মাছ ধরার দৃশ্য। দেশে প্রাকৃতিকভাবে কুমির প্রজননের একমাত্র কেন্দ্র এখানে অবস্থিত।
নদী পথে খুলনা থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং মংলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে এ পর্যটন কেন্দ্রটির অবস্থান। একটি ইকো ট্যুরিজম কেন্দ্র ছাড়াও এখানে আছে হরিণ ও কুমির প্রজনন ও লালন পালন কেন্দ্র। মংলা থেকে ইঞ্জিন নৌকায় চড়লে করমজলের জেটিতে পৌঁছা যাবে এক থেকে দেড় ঘণ্টায়। পর্যটন কেন্দ্রটির শুরুতেই বিশাল আকৃতির মানচিত্র সুন্দরবন সম্পর্কে সাম্যক ধারণা দেবে। মানচিত্র পেছনে ফেলে বনের মধ্যে দক্ষিণে চলে গেছে আঁকাবাঁকা কাঠের তৈরি হাঁটা পথ। পথের নাম মাঙ্কি ট্রেইল। এই নামের স্বার্থকতা খুঁজে পাওয়া যায় ট্রেইলে পা ফেলার সঙ্গে সঙ্গেই। পুরো ট্রেইল জুড়েই দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেসাস বানরের।
পথের দুই ধারে ঘন জঙ্গল। এ বনে বাইন গাছের সংখ্যা বেশি। কাঠের পথ কিছু দূর যাওয়ার পরে হাতের বাঁয়ে শাখা পথ গিয়ে থেমেছে পশুরের তীরে। শেষ মাথায় নদীর তীরে বেঞ্চ পাতানো ছাউনি। মূল পথটি আরও প্রায় আধা কিলোমিটার দক্ষিণে গিয়ে ছোট খালের পাড়ে থেমেছে। পথের মাথায় এখানেও আরও একটি শেইড। সেখান থেকে আবারও পশ্চিম দিকে কাঠের ট্রেইলটি চলে গেছে কুমির প্রজনন কেন্দ্রের পাশে। এই ট্রেইলের মাঝামাঝি জায়গায় নির্মাণ করা হয়েছে একটি পর্যবেক্ষণ বুরুজ। এর চূড়ায় উঠলে করমজলের চারপাশটা ভালো করে দেখা যায়।

Karamjal || Tourist Place in Sundarbans

Karamjal is called the entrance point of the Sundarbans. In other words, everyone chooses Karamjal to get a taste of the Sundarbans at low cost. You can go back to Karamjal day by day. Karamjal is closest to Mongla. Many people come here for a picnic for a day. Karamjal is basically a deer and crocodile breeding center of the forest department. More tourists come here than other spots in the Sundarbans. If you want to come to Karamjal, you have to come to Mongla first. From here it is available in trawlers for full day within 2000-3000 Taka.

এক দিনে সুন্দরবন ঘুরে আসুন | করমজল সুন্দরবন | Day Tour in Sundarban Karamjal | Bagerhat

Sundarban Tour | Day Tour in Sundarban - Karamjol Eco Tourism Centre | করমজল | একদিনে সুন্দরবন ভ্রমণ

Bangladesh Tour: Episode 1
Bangladesh tour is a special segment of my youtube channel, where I would like to show different places, people, culture and tradition of 64 districts of the country. In this episode I am presenting Koromjol Eco Tourism and wild life breeding Centre which is one of the most visited tourists spot of Sundarbans located in Bagerhat district.

Embark on a mesmerizing journey with me to the enchanting Karamjal Eco Tourism Centre in Bagerhat, Sundarbans, Bangladesh. Immerse yourself in the breathtaking beauty of this unique destination, where lush mangrove forests meet serene waterways. Join with me as we explore the diverse wildlife, including the famous Royal Bengal tigers, spotted deer, and colorful bird species that call this region home. Discover the sustainable practices and conservation efforts that make Karamjal a beacon of eco-tourism, allowing travelers to connect with nature while preserving its delicate balance. Whether you're an avid traveler or simply seeking a peaceful escape, this captivating experience in the heart of the Sundarbans promises to leave you awe-inspired and rejuvenated. Watch my video to witness the harmony between nature and responsible tourism in one of the world's most extraordinary ecosystems.
#sundarbanvlog #sundarbantour #karamjal

???? করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ৩০ হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি বন বিভাগের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, চিত্রা হরিণ, রেসাস বানরসহ নানা প্রজাতির পশুপাখি। এখানে রয়েছে কাঠের ট্রেইল এবং একটি টাওয়ার। জেলেদের মাছ ধরার কর্মজজ্ঞ এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের অতিরিক্ত প্রাপ্তি। ????

???? বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রটি করমজলে অবস্থিত। ????

???? করমজলের বিবরণঃ

???? মংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করমজল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে। পর্যটন কেন্দ্রের প্রথমেই রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা সুন্দরবনের আকার ও আকৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়। সামনে আঁকাবাঁকা কাঠের তৈরি মাঙ্কি ট্রেইল নামের হাঁটার পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্রের প্রাচুর্যতা উপভোগ করা যায়। এই পথে এগিয়ে পশুর নদীর দেখা পাওয়া যায়। সেখানে চাইলে নির্মিত বেঞ্চে বসে বিশ্রাম নেওয়া যাবে। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে পথের মাথায় একটি শেড রয়েছে। এই জায়গা থেকে পশ্চিম দিকে আরও একটি কাঠের নির্মিত ট্রেইল দেখতে পাওয়া যাবে। এই পথ আপনাকে নিয়ে যাবে কুমির এবং হরিণ প্রজনন কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ারে। এই টাওয়ার থেকে আশেপাশের সৌন্দর্য্য দেখা যাবে। ????????????

???? করমজল যেতে পশুর নদী পাড়ি দিতে হয়। এই নদী সবসময়ই কম-বেশি উত্তাল থাকে। তাই ভালো মানের ইঞ্জিন নৌকা নিয়ে যাওয়া উচিত। এছাড়া বন রক্ষী ছাড়া জঙ্গলের ভেতরে ঢুকবেন না। হরিণ ও কুমির প্রজনন কেন্দ্রের কোন প্রাণীকে খাবার দিবেন না। ????


Follow Me On Social Media:

Facebook:
Instagram:
WhatsApp: +8801515618843 (Message Only)
Business Inquiry: bappythedrifter@gmail.com

Gear I Use for vlog:
Samsung M31 mobile phone
Zhiyun smooth 4 gimbal

Video edited by Kinemaster


Sundarban tour package, Sundarban vlog, Sundarban tour vlog, Sundarban tour Bangladesh, Sundarban tour guide, Sundarban tour package Bangladesh, Sundarban tour 2024, Sundarban tour package 2024, sundarban tour cost, Sundarban tour package Bangladesh 2024, Sundarban tour Bangladesh 2024, Sundarban cooking, Sundarbans tiger, Sundarban vlog Bangladesh, Sundarban vromon guide, Sundarbans animal, Sundarban vlog, Sundarban tour ship, Sundarban boat tour package, Sundarban tour boat, cruise ship food documentary, cruise ship food vlog, cruise ship food tour, cruise ship food preparation, cruise ship food review, cruise ship food India, cruise ship food for crew, cruise ship food buffet, cruise ship in Bangladesh, Luxury cruise ship in Bangladesh, passenger ship in Bangladesh, Bangladeshi food eating, Bangladeshi food review buffet, Bangladeshi food recipes, food tour Bangladesh, food tour Sundarban, Chicken grill, aral sea cruise ship food vlog, Sundarban resort Bangladesh, Sundarban resort bagerhat, corporate tour guide, corporate office tour, corporate office tour video, Bangladesh tourists places, Bangladesh tour, Bangladesh tourism, Bangladesh tour vlog, Bangladesh tourist spot, Bangladesh tour place, Bangladesh food review, Bangladesh food river, Bangladesh river cruise, food vlog Bangladesh, food vlog bd, food vlog background music, food vlog Bengali, food vlog music, food eating asmr, Sundarban tour new video, Sundarban tour 2023, low cost Sundarban tour, 2 Nights 3 days Sundarban tour package,

সুন্দরবন ভ্রমণ জাহাজ, সুন্দরবন ভ্রমণ গাইড, সুন্দরবন ভ্রমণ প্যাকেজ বাংলাদেশ, সুন্দরবন ভ্রমণ খরচ, সুন্দরবন ভ্রমণ গাইড বাংলাদেশ, সুন্দরবন ভ্রমণ কম খরচে, সুন্দরবন ভ্রমণ লঞ্চ, সুন্দরবন কুকিং, বাংলাদেশ ভ্রমণ স্থান, বাংলাদেশ ভ্রমণ গাইড, বাংলাদেশ ভ্রমণ প্যাকেজ,

Day Tour in Sundarban - Koromjol || করমজল - সুন্দরবন || এক দিনে সুন্দরবন ভ্রমণ || Bapon Singha

Day Tour in Sundarban - Koromjol || করমজল পর্যটন কেন্দ্র - সুন্দরবন || এক দিনে সুন্দরবন ভ্রমণ || Bapon Singha

করমজল পর্যটন কেন্দ্র

মংলা সমুদ্র বন্দর থেকে সামান্য দূরে পশুর নদীর তীরে ৩০ হেক্টর জমির ওপর বন বিভাগের আকর্ষণীয় এক পর্যটনস্থল করমজল যা সুন্দরবনে অবস্থিত। করমজলকে বন বিভাগ সুন্দরবনের মডেল হিসেবে গড়ে তুলেছে।
প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন। একদিনে সুন্দরবন ভ্রমণ এবং সুন্দরবন সম্পর্কে প্রাথমিক ধারণা নেয়ার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান করমজল।
এখানকার প্রধান প্রধান আকর্ষণ হচ্ছে হরিণ, কুমির, বানর, কাঠের ট্রেইল, টাওয়ার, নৌকা চালনা, জেলেদের মাছ ধরার দৃশ্য। দেশে প্রাকৃতিকভাবে কুমির প্রজননের একমাত্র কেন্দ্র এখানে অবস্থিত।
নদী পথে খুলনা থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং মংলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে এ পর্যটন কেন্দ্রটির অবস্থান। একটি ইকো ট্যুরিজম কেন্দ্র ছাড়াও এখানে আছে হরিণ ও কুমির প্রজনন ও লালন পালন কেন্দ্র।

My Facebook Link: facebook.com/Bapon-Singha-581937295824660/

Intro & Outro: panzoid.com
Music: Hopeful Freedom - Asher Fulero (YouTube Audio Library)


#DayTourinSundarbanKoromjol
#Koromjol
#SundarbanKoromjol
#করমজলসুন্দরবন
#করমজল
#একদিনেসুন্দরবনভ্রমণ
x

Sundarbans Tour | Travel Diary | Karamjal Point | Bangladesh

The Sundarbans mangrove forest, one of the largest such forests in the world (140,000 ha), lies on the delta of the Ganges, Brahmaputra and Meghna rivers on the Bay of Bengal. It is adjacent to the border of India’s Sundarbans World Heritage site inscribed in 1987. The site is intersected by a complex network of tidal waterways, mudflats and small islands of salt-tolerant mangrove forests, and presents an excellent example of ongoing ecological processes. The area is known for its wide range of fauna, including 260 bird species, the Bengal tiger and other threatened species such as the estuarine crocodile and the Indian python.
In this video, we have visited the Karamjal Point ( Bangladesh Portion ). Unfortunately or fortunately, we didn't see any Royal Bengal Tiger :D .
This VlOG edited by Riben Singha Partho
Like us on Facebook :

Background Song Title : Cartoon - On & On (feat. Daniel Levi) [NCS Release]
Youtube link :

Follow Cartoon
SoundCloud
Facebook
▽ Follow Daniel Levi (vocalist)
Facebook
Website

চলো যাই করমজল A Guide for Karamjol Sundarban Tour Bangladesh

মংলা সমুদ্র বন্দর থেকে সামান্য দূরে পশুর নদীর তীরে ৩০ হেক্টর জমির ওপর বন বিভাগের আকর্ষণীয় এক পর্যটনস্থল করমজল যা সুন্দরবনে অবস্থিত। করমজলকে বন বিভাগ সুন্দরবনের মডেল হিসেবে গড়ে তুলেছে। প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন। একদিনে সুন্দরবন ভ্রমণ এবং সুন্দরবন (Sundarban) সম্পর্কে প্রাথমিক ধারণা নেয়ার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান করমজল (Karamjal)। এখানকার প্রধান প্রধান আকর্ষণ হচ্ছে হরিণ, কুমির, বানর, কাঠের ট্রেইল, টাওয়ার, নৌকা চালনা, জেলেদের মাছ ধরার দৃশ্য। দেশে প্রাকৃতিকভাবে কুমির প্রজননের একমাত্র কেন্দ্র এখানে অবস্থিত।

কিভাবে যাবেন
-----------------------
রাজধানী ঢাকার গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে খুলনা, বাগেরহাটগামী বাস কিংবা কমলাপুর ট্রেনে করে খুলনা আসতে হবে প্রথমে। ঢাকা থেকে সরাসরি বাসে করে বাগেরহাটে পৌছাতে পারবেন। ঢাকা থেকে বাগেরহাটে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছে – মেঘনা পরিবহন (০১৭১৭১৭৩৮৮৫৫৩), পর্যটক পরিবহন (০১৭১১১৩১০৭৮) যা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। এছাড়া ঢাকার গাবতলি বাস টার্মিনাল থেকে ছাড়ে – সাকুরা পরিবহন (০১৭১১০১০৪৫০), সোহাগ পরিবহন (০১৭১৮৬৭৯৩০২)

কোথায় থাকবেন
-----------------------
ট্যুরিস্ট ভেসেল বা নৌযান ছাড়াও সুন্দরবনের অভয়ারণ্যে হিরণপয়েন্টের নীলকমল এবং টাইগার পয়েন্টের কচিখালী ও কাটকায় বন বিভাগের রেস্টহাউজে থাকার ব্যবস্থা রয়েছে। যার ফি নীলকমলে দেশি পর্যটকদের জন্য প্রতি কক্ষ তিন হাজার টাকা,চার কক্ষ ১২ হাজার টাকা। কচিখালী প্রতি কক্ষ তিন হাজার টাকা, চার কক্ষ ১০ হাজার টাকা। কটকা প্রতি কক্ষ দুই হাজার টাকা, দুই কক্ষ চার হাজার টাকা। বিদেশিদের ক্ষেত্রে নীলকমলে পাঁচ হাজার ও ২০ হাজার টাকা, কচিখালীতে পাঁচ হাজার ও ১৫ হাজার টাকা এবং কাটকায় পাঁচ হাজার ও ১০ হাজার টাকা। এছাড়া সারাদিন করমজলে বেড়িয়ে রাতে এসে থাকতে পারেন বন্দর শহর মংলায়। এখানে আছে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল পশুর (০৪৬৬২-৭৫১০০)। নন এসি ডবল রুমের ভাড়া ১ হাজার ২শ’ টাকা এবং এসি ডবল রুম ২ হাজার টাকা। ইকনোমি বেড ৬শ’ টাকা। এছাড়াও মংলা শহরে সাধারণ মানের কিছু হোটেল আছে। এসব হোটেলে ১শ’ থেকে ৬শ’ টাকায় কক্ষ পাওয়া যাবে।

Music Created
-----------------
Early Avril - Unicorn Heads

Karamjal || করমজল || Tourist Spot in Sundarbans

করমজলকে বলা হয় সুন্দরবনের এন্ট্রেন্স পয়েন্ট। অর্থ্যাৎ কমখরচে, কমসময়ে সুন্দরবনেরর স্বাদ পেতে সবাই করমজেলকেই বেছে নেয়। করমজলে দিনে গিয়ে দিনে ফিরে আসা যায়। মোংলা থেকে সবচেয়ে কাছে করমজল। একদিনের জন্য অনেকে এখানে পিকনিক করতে আসে। করমজল মুলত বন বিভাগের হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র। সুন্দরবনের অন্যান্য স্পটের তুলনায় এখানে বেশি পর্যটক আসেন।

KARAMJOL (করমজল) DAY TRIP WITH ADVENTURE MADNESS || SUNDARBAN || BANGLADESH

Karmajol is one of the wonderful visiting place in sundarban. To appreciate and to view the most precious species of Bangladesh’s wildlife, thousands of visitors make their way to Karamjol, a ranger station deep in the forest that also serves as a deer and crocodile breeding center. Bangladesh has some exquisite wildlife species that are unique to the country, and Karamjol is one of the gateways to the majestic wildlife sanctuary, Sundarban. Visitors who are interested in catching a glimpse of the breathtaking wildlife of Bangladesh at Karamjol and Sundarban must first gain permission from the Forest Officer before entering the forest. Other recommended items for the trip include dressing according to the tropical climate, comfortable walking shoes or boots with rubber soles, sufficient drinking water, insect repellent, a medical kit, anti-diarrhea medication and anit-malarial medication is also suggested.

Karamjol and the breathtaking natural world of the Sundarban Wildlife Sanctuary await the adventurous traveler. To stand in one of the world’s biggest mangrove belts, the mysterious forests and swamp land, and be amidst the picturesque jungle of Bangladesh, is an experience that will remain forever embedded in the hearts of those who come to explore Bangladesh.

শীতকালীন সুন্দরবন ভ্রমণ । দেশের সেরা রিলাক্সিং ট্রিপ । Dhaka to Sundarban । Ep.1 । 2021

শীতকালীন সুন্দরবন ভ্রমণ । দেশের সেরা রিলাক্সিং ট্রিপ । Dhaka to Sundarban । Ep.1 । 2021

বাংলাদেশে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর মতো যে কয়েকটি রিলাক্সিং জায়গা আছে সুন্দরবন সেই তালিকায় সবচেয়ে উপরের দিকেই থাকবে.. খুলনা থেকে দুই রাত তিন দিনের সুন্দরবন ট্রিপ যে কোনো সৌখিন ভ্রমণপ্রিয় লোকের জন্য খুব আকাঙ্ক্ষিত একটি ট্রিপ প্ল্যান...
এই দফা সুন্দরবন ট্রিপে দারুণ কিছু সময় কাটিয়ে এসেছি Ever Youth Tourism এর সাথে.. সেই ভ্রমণগল্প নিয়েই আমাদের এবারের সুন্দরবন সিরিজ...
আজকের পর্বে আমরা ঢাকা থেকে খুলনা পৌঁছে সুন্দরবনগামী জাহাজে চেপে বসেছি.. প্রথম দিনে ঘুরে দেখেছি করমজল ও হাড়বাড়িয়া.. সেই সাথে এই পর্বে তুলে ধরেছি আপনাদের অনেকের কাছেই অজানা বেশ কিছু মজার তথ্য...
আশা করি আমাদের এবারের সুন্দরবন সিরিজটি আপানাদের সবার কাছে খুব ভালো লাগবে.. ধন্যবাদ...


Ever Youth Tourism :


মোবাইলঃ ০১৯২১৫০০২৫০, ০১৯১৭৪১৬৭৬২

????২৩৭/এ, হাজী ইসমাইল রোড , খুলনা।


ঘুরি-ফিরির ফেসবুক পেজের লিংক -


ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে নিচের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন -



You can Follow me on-

Facebook :
Instagram :


Thank you for watching the video and please feel free to leave a comment, suggestion or critique in the comment section below!
Please make sure to Subscribe, it's the best way to keep my videos in your feed and give me a thumbs up too if you liked this content.. You could also share the video too if you liked it, that would be awesome...
x

এক দিনে সুন্দরবন ভ্রমণ - করমজল | Sundarban Tour in One Day - Koromjol | Travel Sundarban । Khulna

এক দিনে সুন্দরবন ভ্রমণ - করমজল | Sundarban Tour in One Day - Koromjol | Travel Sundarban । Khulna
করমজল যেতে হয় পশুর নদী পাড়ি দিয়ে। এই নদী সবসময়ই কম-বেশি উত্তাল থাকে। তাই ভালো মানের ইঞ্জিন নৌকা নিয়ে যাওয়া উচিৎ। আগেই নিশ্চিত হয়ে নিন নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও আছে কী না।

খরচ সমূহঃ
ঢাকার সায়দাবাদ বাস স্টেশন থেকে সরাসরি মংলা যায় সুন্দরবন ও পর্যটক সার্ভিসের বাস। এ ছাড়াও গাজীপুর থেকে মংলা যায় গ্রামীন পরিবহন এবং পর্যটক পরিবহনের গাড়ী। ভাড়া নেয় ৩৫০ থেকে সাড়ে ৪৫০ টাকা। সময় লাগে প্রায় ৭ ঘণ্টা

মংলা থেকে ইঞ্জিন নৌকায় চড়ে যেতে হবে করমজল। দশ জনের উপযোগী একটি ইঞ্জিন নৌকার যাওয়া আসার ভাড়া ১২০০ থেকে ২০০০ হাজার টাকা পর্যন্ত। এসব ইঞ্জিন নৌকাগুলো সাধারণত ছাড়ে মংলা ফেরি ঘাট থেকে। নৌকা ভাড়া করার সময় অবশ্যই সময়ের ব্যাপারটা পরিষ্কার করে নিবেন । আর করম জলের ক্যানেলে নৌকা নিয়ে ঘুরার ইচ্ছা থাকলে নৌকা ভাড়া করার সময়ই কথা বলে নিবেন

সুন্দরবন ভ্রমণ সংক্রান্ত তথ্য জানতে বা বোট আগে থেকে বুক করতে যোগাযোগ করতে পারেন আমরা যে বোটে গিয়েছি তার মালিক সোহেল ভাইয়ের সাথে ।
মোবাইল নম্বর - 01400 22 83 92 , 01936 27 99 40

করমজলে পর্যটকের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি ২৩ টাকা, আর ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশ করলে ক্যামেরা ফি ২৩০ টাকা। আর বনের ক্যানেলে নৌকা নিয়ে প্রবেশ করতে চাইলে জনপ্রতি ৭০ টাকা এবং ক্যানেলে যেতে ১ জন গান ম্যান ম্যান নিতে হয় তার ফি ৩৪৫ টাকা । ক্যানেলে ট্রলার প্রবেশ ফি ৪৬০ টাকা

#sundarban
#সুন্দরবন
#কিভাবে_যাবো_সুন্দরবনে

একদিনে ঘুরে আসুন সবচেয়ে বড় ম্যানগ্রোভবন সুন্দরবন করমজল | Biggest mangrove forrest Sundorban Koromjol

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভবন সুন্দরবন এর করমজল পর্যটন কেন্দ্র।
একদিনেই ঘুরে আসতে পারেন বাগেরহাটের করমজল পর্যটন কেন্দ্র যা সুন্দরবন এর অংশ।
Biggest mangrove forrest of the world Sundorban Koromjol porjoton kendro

#adnanthetraveller
#করমজল
#Sundorban

মংলা থেকে সুন্দরবন | একদিনে সুন্দরবনের করমজল | Sundarban tour Bangladesh

মংলা থেকে সুন্দরবন, নৌবাহিনীর বোটে করে সুন্দরবন যাত্রা করেছিলাম আমরা। একদিনে সুন্দরবনের করমজল ভ্রমনে আমাদের অসাধারণ অভিজ্ঞতা দেখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ৩০ হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তুলেছে বন বিভাগ। এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস বানরসহ নানা প্রজাতির পশুপাখি। আছে কাঠের ট্রেইল এবং টাওয়ার। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক কুমির প্রজনন কেন্দ্রটি এই করমজলে অবস্থিত।

⏲ Chapters:
00:00 - Introduction
00:53 - Mongla to Sundarban tour
02:18 - Mongla Port
03:14 - Koromjol sundarban
04:33 - Chital Deer
05:51 - Crocodile farm
06:43 - wooden trails
09:32 - Watch towers
11:21 - Conclusion

???? Follow our Facebook Page:

এক দিনে সুন্দরবন ভ্রমণ | খুলনা থেকে মংলা বন্দর হয়ে করমজল | Sundarban Tour Guide

এক দিনে সুন্দরবন ভ্রমণ | খুলনা থেকে মংলা বন্দর হয়ে করমজল | Sundarban Tour Guide:
সুন্দরবন ভ্রমণ আমার কাছে একদম অন্যরকম ছিল। এর প্রধান কারণ হচ্ছে, আমি প্রথমবার খুলনা, সুন্দরবন এবং বাগেরহাট যাই। যখন আমি খুলনা ভ্রমণ এর পরিকল্পনা করছিলাম তখন আমার উদ্দেশ্য ছিল কিভাবে একবারে অনেক গুলো স্পট ঘুরে আসা যায়, প্রথমতো শুধু বাগেরহাট এর পরিকল্পনা ছিল, পরে এর সাথে খুলনা এবং এর পর সুন্দরবন ভ্রমণ এর পরিকল্পনা যুক্ত হয়। তারপর চিন্তা করতে থাকি থাকবো কোথায়, সব দেখে বুঝতে পারি খুলনা হচ্ছে একটি ভালো পয়েন্ট যেখান থেকে খুব সহজে বাগেরহাট যাওয়া যাবে এবং সুন্দরবন ভ্রমণ এর জন্যও যাওয়া যাবে, এর সাথে সাথে খুলনা শহরও একটু ঘুরে দেখা যাবে।

আপনার যদি কোন অংশ দেখার দরকার থাকে তাহলে সময় মত গিয়ে দেখে নিন -
00:00 - সুন্দরবন ভ্রমণ শুরু
03:32 - মংলা বন্দর থেকে করমজল যাওয়ার জন্য বোট নিলাম
04:40 - Sundarban Tour Guide
10:57 - করমজল ক্যানেল এ যাত্রা
15:07 - করমজল ভ্রমণ
17:17 - করমজল ট্রেইল
26:02 - ফেরার পালা

Sundarban Tour Guide ( 04 : 40) এই পার্টটা দেখলে আপনারা এই তথ্য গুলো পাবেন - সুন্দরবন ভ্রমণ কিভাবে সাজালে সবচেয়ে ভালো হয়, কিভাবে বোট আগে বুক করতে পারবেন, হাড়বারিয়া ভ্রমণ এর পরিকল্পনা কিভাবে করতে পারেন, সকল তথ্য)

চলে আসার আগের দিন রাখি সুন্দরবন এর জন্য। যেহেতু আমি কখনোই যাইনি, তাই ভেবেছি খুলনা এসে হোটেল এ কথা বললে জানতে পারবো কিভাবে কি করতে হয়, কিন্তু এখানে কেউ ভালো তথ্য দিতে পারে না। সবাই এটাই বলে, মংলা বন্দর গেলে সেখান থেকে বোট পাবো, আর কোন তথ্য নেই। কি আর করা, এই তথ্য এর উপর নির্ভর করেই যাত্রা শুরু।

আমাদের সাথে নিজেদের গাড়ি ছিল, তাই সকালে বের হয়ে যাই গাড়ি নিয়ে। মংলা বন্দর এর ৩০ মিনিট আগে থেকে রাস্তা এর অবস্থা খুব খারাপ, কাজ চলছে, আশা করি দ্রুত খুব সুন্দর রাস্তা হবে। মংলা বন্দর পৌঁছে, গাড়ি থেকে নামতে পারিনি, দরজা খোলা এর সাথে সাথে কয়েক জন হাজির, স্যার কোথায় কোথায় ঘুরতে যাবেন, বোট ভাড়া করা আছে কিনা, নাকি বোট লাগবে, আমি তখন সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কারণ আমি এখনো কোন বোট এর কাছে যাই নি, তারা কি দালাল নাকি বোট এর মালিক, বুঝতে পারছিলাম না। একটু বোঝার জন্য জানতে চাই, কত টাকা, আমরা করমজল ঘুরতে যেতে চাই। এক এক জন এক এক দাম বলতে শুরু করলো আর আমিও এক এক জন থেকে জানতে জানতে বোট গুলো যেখানে বাঁধা তার কাছে গেলাম। সবাই ৩০০০-৪০০০ টাকার মদ্ধে বলছিল। এক এক বোট এক এক রকম। সহজ করে যদি বলি, কিছু বোট একতলা কিছু বোট দুইতলা। কারো সোফা আছে, কারো শুধু প্লাস্টিক এর চেয়ার।

যেহেতু আমরা মাত্র দুইজন তাই তখন তারা আমাদের জানালো আপনারা একটা কাজ করতে পারেন, কোন গ্রুপ এর সাথে যুক্ত হয়ে যান কম টাকা লাগবে, দুই জন ১০০০-১৫০০ টাকার মদ্ধে যেতে পারবেন। অনেকেই আগে থেকে বোট ভাড়া করেই এসেছে, এখন কোন গ্রুপ এর সাথে যাওয়া একটা ঝামেলা, কারণ ভিডিও করতে হবে, নিজেদের মত কিছু ঘোরা ফেরা আছে। তাই আরো বোট মালিকদের সাথে কথা বলতে থাকি এবং সময় নিতে থাকি। আমাদের সময় নেয়া দেখে, আমার মনে হলো, কিছু দালাল সরে গেল, কারণ তাদের হাতে সময় কম, হাহা। কথা বলতে বলতে একজন পাই, যার বোট ১ তলা, কিন্তু একটু স্পীড বোট এর মত, অন্যগুলো থেকে একটু দ্রুত যায়, সোফা আছে, আমাদের দুইজন এর জন্য ১৫০০ টাকা বোট, আমরা রাজি হয়ে যাই। এরপর জানতে পারি, করমজল থেকে ক্যানেল এ যাওয়া যায়, একটু পানির পথ আছে সুন্দর, কিন্তু এর জন্য আরো ১০০০ টাকা দিতে হবে। আমরা রাজি হই, সুতরাং ২৫০০ টাকায় বোট নেই। যারা আমাদের ৩০০০-৪০০০ টাকার কথা বলেছিল, তারা ক্যানেল এ যাওয়ার জন্য আরো অতিরিক্ত ১৫০০ টাকা চেয়েছিল, সেক্ষেত্রে ২৫০০ টাকায় ক্যানেল সহ বোট আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। কিন্তু ক্যানেল ঘুরে আসার পরে মনে হয়েছে, ক্যানেল এর জন্য ৫০০ টাকা নিলেই হয়, ১০০০ টাকাও একটু বেশি। আবার করমজল এ কিছু সরকারি ফি আছে, এমনকি ভিডিও ক্যামেরা এর জন্য অতিরিক্ত ফি নেয়, সেখানেও আমাদের আরো ১০০০ টাকা দিতে হয়। প্রায় ৩৫০০ টাকা খরচ হয় আমাদের মংলা থেকে করমজল ঘুরে আসতে, বোট, ক্যানেল এর জন্য আলাদা ভাড়া এবং সরকারি ফি সহ।

করমজল (Karamjal) পর্যটন কেন্দ্রটি সুন্দরবনে পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ৩০ হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। যদি একদিনে সুন্দরবন ভ্রমণ স্বাদ নিতে চান তবে করমজল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। ভিডিওটা সম্পূর্ণ দেখলে সকল তথ্য পেয়ে যাবেন এবং দেখতে পাবেন করমজল এ কি কি আছে দেখার মত। আমার এই সুন্দরবন ভ্রমণ ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এবং সাথে সাথে অনেক তথ্য পাবেন।

আমাদের বোট মালিক এর নাম হচ্ছে সোহেল।
মোবাইল নম্বর -
01936 27 99 40
01400 22 83 92
সুন্দরবন ভ্রমণ সংক্রান্ত তথ্য জানতে বা বোট আগে থেকে বুক করতে তার সাথে যোগাযোগ করতে পারেন।

Sundarban | Forest in Asia
Sundarbans is a mangrove area in the delta formed by the confluence of the Ganges, Brahmaputra and Meghna Rivers in the Bay of Bengal. The Sundarbans mangrove forest covers an area of about 10,000 km2 (3,900 sq mi), of which forests in Bangladesh's Khulna Division extend over 6,017 km2 (2,323 sq mi), and in West Bengal, they extend over 4,260 km2 (1,640 sq mi) across the South 24 Parganas and North 24 Parganas districts.[5] The most abundant tree species are Sundari (Heritiera fomes) and gewa (Excoecaria agallocha). The forests provide habitat to 453 faunal wildlife, including 290 bird, 120 fish, 42 mammal, 35 reptile and eight amphibian species.

#sundarban #karamjol #SundarbanTour

Check out Other Videos :
Khan Jahan Ali Majar Crocodiles ►
ষাট গম্বুজ মসজিদ ভ্রমণ ►
Hotel Castle Salam ►

@CholJaibyMM || Moshiur Monty

Sundarban Tour| করমজল সুন্দরবন| Sundarban|koromjol sundarban bangladesh|করমজল পর্যটন কেন্দ্র|

#Sundarban
#Mangrove_forest
#সুন্দরবন
#The_Wave_Ship
#Khulna
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত।[২] সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।[৩] ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার (৬২%)[৪] রয়েছে বাংলাদেশে[৫] এবং বাকি অংশ (৩৮%) রয়েছে ভারতের মধ্যে।

দর্শনীয় স্থান:
কলকাতা থেকে সুন্দরবন পরিদর্শন করার জন্য, নিম্নলিখিত স্থানগুলি নির্বাচন করা উচিত:

জামতলা সৈকত: জামতলায় একটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে, এই টাওয়ার থেকে সুন্দরবনের সৌন্দর্য্যের কিছুটা অংশে একসাথে চোখ বুলানো যায়। আর ভাগ্য ভাল থাকলে এখান থেকে হরিণ কিংবা বাঘের দেখা পাওয়া যেতে পারে।
মান্দারবাড়িয়া সৈকত: মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের কিছুটা অংশ এখনো অনাবিষ্কৃত বলে মনে করা হয়। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।

হিরণ পয়েন্ট: হিরণ পয়েন্টের কাঠের তৈরি সুন্দর রাস্তায় হাঁটতে হাঁটতে হরিণ, বানর, গুইসাপ ও কুমির দেখা পাওয়া যায়। এখানেও মাঝে মাঝে বেঙ্গল টাইগারের দেখা মিলে।

দুবলার চর: সুন্দরবন এলাকার মধ্যে ছোট্ট একটি চর হচ্ছে দুবলার চর। দুবলার চরের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে।

কটকা বিচ : কটকা সী বিচ অত্যন্ত পরিচ্ছন্ন ও সুন্দর। এখানে বেলাভূমি জুড়ে আঁকা থাকে লাল কাঁকড়াদের শিল্পকর্ম।

হাড়বাড়িয়া ইকো-পর্যটন কেন্দ্র, চাঁদপাই রেঞ্জ, সুন্দরবন, বাগেরহাট। খুলনা থেকে ৭০ কিলোমিটার এবং মংলা বন্দর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এই কেন্দ্রে অবস্থান।

Shares

x

Check Also

x

Menu